ব্রাহ্মণবাড়িয়ায় এথলেটিক্স প্রতিযোগিতা
বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৮-২০১৯ এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত এথলেটিক্স প্রতিযোগিতা ২১ মার্চ বৃহস্পতিবার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে আয়োজিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পংকজ বড়ুয়া। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার ভট্টাচার্য এবং জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।