ব্রাহ্মণবাড়িয়া: অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত কারণে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম বন্ধ রেখেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি।
জানা গেছে, শুধু ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা, সুতিয়ারা, সুহিলপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে হাজার ফুট পাইপ বসিয়ে গ্যাস সংযোগ দেওয়া হয়। এছাড়া রয়েছে পৌর এলাকার পাইকপাড়া, কালাইশ্রীপাড়া, শেরপুর, মেড্ডা, কাউতলী, গোকর্ণ ঘাটসহ বিভিন্ন এলাকায় রয়েছে অসংখ্য অবৈধ গ্যাস সংযোগ।
সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশে নতুন গ্যাস সংযোগ, চুলা বাড়ানো, রাইজার স্থানান্তরসহ বন্ধের নির্দেশ থাকলেও তা মানা হচ্ছে না। কাগজপত্র যাচাই-বাছাই ও এলাকায় সার্ভে না করে শহরের বিভিন্ন জায়গায় রাইজার স্থানান্তর করা হচ্ছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।